“প্রাগৈতিহাসিক ” মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প। গল্পটি আবর্তিত হয় “ভিখু” নামে এক দস্যুকে কেন্দ্র করে। ডাকাতি, খুন, ধর্ষন যার একমাত্র জীবিকা। তাকে কখনও পুলিশও জেলে বন্দি রাখতে পারেনি, দু’মাসের মাথায় প্রাচীর টপকিয়ে পালিয়েছে। তাই, পুলিশের কাছে ভিখু ছিল মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। একদিন রাতে ডাকাতি করতে গিয়ে ভিখুর ১২ জন সঙ্গী নিহত হয়। ভিখু একমাত্র জীবিত, যে পালিয়ে আসতে পারে। ডান কাঁধে বর্শার মারাত্মক আঘাত নিয়ে সে ৯ ক্রোশ পথ পালিয়ে, আহলেদ নামে এক সঙ্গীর কাছে আশ্রয় চায়। কিন্তু, পুলিশের জানাজানির ভয়ে আহলেদ তাকে নিজ বাড়িতে আশ্রয় দিতে পারেনা। অথচ, ভিখুর লুট করা স্বর্নের একটা বালা ঠিকই কৌশলে সরিয়ে রাখে।